
সুন্দরবনে মৃত হরিণ, ১৬ কেজি মাংস ও ৫০০ ফুট ফাঁদ উদ্ধার
সাতক্ষীরায় বন বিভাগের অভিযানে হরিণ শিকারিদের ফেলে যাওয়া মৃত হরিণ, বিপুল পরিমাণ মাংস ও শিকারের ফাঁদ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | সাতক্ষীরা
সাতক্ষীরার সুন্দরবনে অভিযান চালিয়ে বন বিভাগ একটি মৃত হরিণ, ১৬ কেজি হরিণের মাংস ও ৫০০ ফুট দীর্ঘ হরিণ ধরার ফাঁদ উদ্ধার করেছে। সাতক্ষীরা রেঞ্জের কদমতলা ফরেস্ট স্টেশনের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। আজ সোমবার আদালতের নির্দেশে উদ্ধারকৃত হরিণ ও মাংস আদালত চত্বরে পুঁতে ফেলা হয়েছে।
কদমতলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. সোলায়মান হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল ৯টা ৩০ মিনিটে বন বিভাগের একটি দল হাতিভাঙ্গা নদী-সংলগ্ন আড়েরদুনি খালে অভিযান চালায়। অভিযানের সময় বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে শিকারিরা দ্রুত পালিয়ে যায়, তবে তারা মৃত হরিণ, মাংস ও ফাঁদ ফেলে রেখে যায়।
বন বিভাগ পরে ওই এলাকা থেকে উদ্ধারকৃত হরিণ, মাংস ও ফাঁদ জব্দ করে। এ ঘটনায় কদমতলা স্টেশন কর্মকর্তা সোলায়মান হোসেন বন আইনে মামলা দায়ের করেছেন।
স্টেশন কর্মকর্তা আরও জানান, উদ্ধারকৃত হরিণ ও মাংস সাতক্ষীরা আদালতে পাঠানো হয় এবং আজ আদালতের নির্দেশে সেগুলো পুঁতে ফেলা হয়েছে। এছাড়া, শিকারিদের ব্যবহার করা ফাঁদ পুড়িয়ে ফেলা হচ্ছে এবং তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য অভিযান চালানো হচ্ছে।
সুন্দরবনে অবৈধ হরিণ শিকারের ঘটনা প্রতিনিয়ত ঘটছে, যা বন ও বন্যপ্রাণীর জন্য মারাত্মক হুমকি। বন বিভাগ শিকারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।