
খুলনায় ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে “দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা” শীর্ষক সেমিনার
খুলনা জেলা প্রশাসনের সহযোগিতায় ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত সেমিনারে যাকাতের গুরুত্ব ও দারিদ্র্য বিমোচনে এর ভূমিকা নিয়ে আলোচনা
ইন্দ্রজিৎ টিকাদার
খুলনার বটিয়াঘাটায় ইসলামিক ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে “দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা” শীর্ষক সেমিনার-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম।
সেমিনারটির সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোঃ আনিসুজ্জামান সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) নূরুল হাই মোহাম্মদ আনাছ, বিপিএএ, এবং অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ)।
অনুষ্ঠানে খুলনার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, মসজিদের ইমাম এবং ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। সেমিনারে যাকাতের সঠিক ব্যবহার, দারিদ্র্য বিমোচনে এর কার্যকারিতা এবং সমাজে অর্থনৈতিক ভারসাম্য রক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।