
৯ লক্ষ ৬০ হাজার টাকার ইয়াবাসহ আটক ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
খুলনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ইন্দ্রজিৎ টিকাদার
বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি:
খুলনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৯ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ৩,২০০ পিস ইয়াবাসহ মো. গিয়াস উদ্দিন (৩৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর দেড়টায় খুলনার তেরখাদা উপজেলার ইছামতি উত্তর কোদাল গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খ’ সার্কেলের একটি রেডিং টিম এ অভিযান পরিচালনা করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ধৃত গিয়াস উদ্দিন ঢাকায় বিভিন্ন পরিবহনের চালক ছিলেন। তবে, তার মূল পরিচয়ের আড়ালে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তিনি ঢাকা ও কক্সবাজার থেকে ইয়াবার চালান খুলনায় এনে বাগেরহাট ও নড়াইলসহ আশপাশের এলাকায় সরবরাহ করতেন।
পরিদর্শক মোহাম্মদ ফরহাদ হোসেন জানান, গিয়াস উদ্দিন এর আগেও ঢাকা ও কক্সবাজারে ইয়াবাসহ গ্রেফতার হয়েছিলেন, তবে তার নিজ এলাকায় কেউ এ বিষয়ে অবগত ছিল না। এটি প্রথমবার, যখন খুলনা থেকে তিনি গ্রেফতার হলেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত পরিদর্শক মোহাম্মদ ফরহাদ হোসেন বাদী হয়ে গিয়াস উদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তেরখাদা থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।