

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি:
দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের আশু রোগমুক্তি কামনায় বটিয়াঘাটা উপজেলা বিএনপির উদ্যোগে গতকাল সোমবার (২৮ জুলাই) আসরের নামাজের পর এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্থানীয় বিএনপি কার্যালয়ে আয়োজিত এই মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান পাপুল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আনোয়ার হোসেন, শফিক মোল্লা, মোল্লা ইমরান আহমেদ, পলাশ মহালদার, লিটন হাওলাদার, আছাবুর রহমান, হুমায়ুন কবির, প্রথম শ্রেণীর মেরিন মাস্টার মোঃ মহাসিন, মেম্বার হুমায়ুন কবির, আমিনুল ইসলাম সজীব, মোঃ রিপন, জাহাঙ্গীর, রবিউলসহ আরও অনেকে।
দোয়া মাহফিল শেষে অংশগ্রহণকারীদের মাঝে তাবারক বিতরণ করা হয়।
উপস্থিত সকলে দেশনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করে মোনাজাতে অংশ নেন।