
বটিয়াঘাটা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা
স্বাধীনতা দিবস উদযাপনের জন্য বিভিন্ন পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ইন্দ্রজিৎ টিকাদার
বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি:
বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, মুক্তিযোদ্ধা, এনজিও প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপস্থিতদের মধ্যে ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ তরিকুল ইসলাম, কৃষি অফিসার কৃষিবিদ আবু বকর সিদ্দিক, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম সুলতান, প্রকৌশলী গৌতম কুমার বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা নিগার সুলতানা, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার জিএম আলমগীর কবির, মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, জনস্বাস্থ্য প্রকৌশলী রুমা আক্তার সুমি, বিআরডিবি কর্মকর্তা সুলতানা নাসরিন, সমবায় কর্মকর্তা জান্নাতুননেছা, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা দেবু টিকাদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বিনয় কৃষ্ণ সরকার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, কোষাধ্যক্ষ গাজী তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান, সদস্য সচিব মোঃ খন্দকার ফারুক হোসেন, বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়, থানা প্রতিনিধি এসআই মোঃ ওজিয়ার রহমান, বটিয়াঘাটা ফায়ার সার্ভিস স্টেশন প্রতিনিধি আজ হাবুল, জলমা বিএনপির আহ্বায়ক মোঃ রুহুল মোমেন লিটন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, আসন্ন ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপনে বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। বিনোদন পার্কগুলো সাধারণ জনগণের জন্য উন্মুক্ত থাকবে এবং উদযাপনের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। এছাড়া দিবসটি যথাযথ মর্যাদায় পালনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পরিকল্পনাও গৃহীত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা তান্নি বলেন, “স্বাধীনতা দিবস উদযাপনকে স্মরণীয় করে রাখতে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছি। সরকারি-বেসরকারি সকল সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান এবং স্থানীয় জনগণের সম্পৃক্ততা নিশ্চিত করা হবে।”
সভায় অংশগ্রহণকারীরা স্বাধীনতা দিবস উদযাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং প্রশাসনকে সার্বিক সহায়তার আশ্বাস দেন।