
দক্ষ ও ত্যাগী কর্মীদের মূল্যায়ন করবে বিএনপি – জেলা আহ্বায়ক মন্টু
বিএনপির নেতা-কর্মীদের দলীয় শৃঙ্খলা মেনে আদর্শিক নেতা হিসেবে গড়ে উঠতে হবে – মনিরুজ্জামান মন্টু
ইন্দ্রজিৎ টিকাদার
বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি:
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি আদর্শিক রাজনৈতিক সংগঠন। এই দলের নেতা-কর্মীদের দলীয় শৃঙ্খলা মেনে তাদের দক্ষতা কাজে লাগিয়ে নিজেকে একজন আদর্শিক নেতা বা কর্মী হিসেবে গড়ে তুলতে হবে। দক্ষ ও ত্যাগী কর্মীদের বিএনপি যথাযথ মূল্যায়ন করবে এবং যোগ্য স্থানে বসাবে।
তিনি বলেন, বটিয়াঘাটা উপজেলা বিএনপির দায়িত্ব এজাজুর রহমান শামীমকে দেওয়া হয়েছে। তিনি একজন সৎ ও নিষ্ঠাবান ব্যক্তি। সকলকে তাকে সহযোগিতা করে দলীয় কর্মকাণ্ড আরও গতিশীল করতে হবে, যাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য সংগঠনকে সুসংগঠিত করা যায়।
দলের মধ্যে বিভিন্ন মতাদর্শ থাকতে পারে, তবে সবার উচিত দলীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে শৃঙ্খলার মধ্যে থেকে একসঙ্গে কাজ করা। দলকে শক্তিশালী করতে গ্রুপিংয়ের ঊর্ধ্বে থেকে একযোগে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে হবে।
গতকাল ১৪ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১১টায় বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি গঠনের লক্ষ্যে কৈয়া বাজারে শহীদ আবুল কাশেম ডিগ্রি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জলমা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রুহুল মোমেন লিটনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মনজুরুল ইসলাম মোমরেজ, সাবেক যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল, সাবেক সদস্য মোঃ সুলতান মাহমুদ, বটিয়াঘাটা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও (ভারপ্রাপ্ত) আহ্বায়ক এজাজুর রহমান শামীম এবং সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জলমা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মনিরুল ইসলাম হিরো, ইউনিয়ন বিএনপির উপদেষ্টা আলহাজ্ব আশিকুজ্জামান আশিক, আব্দুল সত্তার আঁকন, মোঃ আসাবুর রহমান হাওলাদার, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ বাহাদুর মুন্সী, যুগ্ম আহ্বায়ক মোঃ লিটন হাওলাদারসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
সম্মেলনে বক্তারা দলের ঐক্য বজায় রাখার ওপর গুরুত্ব দেন এবং আসন্ন জাতীয় নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান।