
খুলনা জেলা ও মহানগর যুবদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা
ইবাদুল হক ও নাদিমুজ্জামান জেলা যুবদলের নেতৃত্বে, মহানগরে দায়িত্বে আবদুল আজিজ ও রবিউল ইসলাম
খুলনা প্রতিনিধি:
জাতীয়তাবাদী যুবদল খুলনা জেলা ও খুলনা মহানগর শাখার নতুন আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন জেলা কমিটিতে ইবাদুল হককে আহ্বায়ক ও নাদিমুজ্জামানকে সদস্যসচিব করা হয়েছে। মহানগর যুবদলের কমিটিতে আবদুল আজিজকে আহ্বায়ক এবং রবিউল ইসলামকে সদস্যসচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
আজ বুধবার যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণার তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ৩০ দিনের মধ্যে জেলা ও মহানগর যুবদলের ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম ও সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
এর আগে, ২০২৩ সালের ১৯ আগস্ট মেয়াদোত্তীর্ণ হওয়ায় খুলনা জেলা ও মহানগর যুবদলের পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। নতুন দায়িত্বপ্রাপ্ত নেতাদের মধ্যে, জেলা কমিটির আহ্বায়ক ইবাদুল হক পূর্বে বিলুপ্ত জেলা যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন এবং সদস্যসচিব নাদিমুজ্জামান ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক।
অন্যদিকে, মহানগর যুবদলের আহ্বায়ক আবদুল আজিজ ছিলেন বিলুপ্ত মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এবং নতুন সদস্যসচিব রবিউল ইসলাম ছিলেন খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।
কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে দ্রুততম সময়ে নতুন কমিটির কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।