
চীনের কাছ থেকে শেখার ও জানার অনেক কিছু আছে: জামায়াতের আমির
চীনের উন্নত বিজ্ঞান, প্রযুক্তি ও ভাষা শিক্ষা থেকে সম্পর্ক উন্নয়নের আহ্বান
গাজীপুর প্রতিনিধি:
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, “বিশ্বে যে কয়টি দেশ বিজ্ঞান ও প্রকৌশলে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিচ্ছে, চীন তার অন্যতম। চীনের কাছ থেকে আমাদের শেখার এবং জানার অনেক কিছু আছে।”
আজ রোববার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর ওয়ামী স্কুলের স্থায়ী ক্যাম্পে শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন।
অনুষ্ঠানের আয়োজন করে ‘লং লিভ ফ্রেন্ডশিপ’ নামে একটি সংগঠন। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, চীনা দূতাবাসের কর্মকর্তা এবং স্থানীয় জামায়াত নেতারা। অনুষ্ঠানে এক হাজারের বেশি অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র এবং চাল, ডাল, তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।
শফিকুর রহমান তাঁর বক্তব্যে চীনের সঙ্গে আরও গভীর সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, “চায়নিজ ভাষা শিক্ষার একটি উচ্চতর একাডেমি গড়ে তোলা উচিত, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে পারে।”
তিনি আরও বলেন, “আজকের এই মহৎ উদ্যোগে চীনের রাষ্ট্রদূত এবং তাঁদের সহকর্মীরা অংশগ্রহণ করেছেন। আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তাঁদের প্রতি কৃতজ্ঞ। এই সহযোগিতা ভবিষ্যতে আরও এগিয়ে যাবে।”
অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত হলে ওামী স্কুলের শিক্ষার্থীরা ফুল দিয়ে তাঁকে বরণ করে। অনুষ্ঠান শেষে তিনি এতিম শিশু ও শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।