
বটিয়াঘাটায় ইজিবাইক চালক হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার, ইজিবাইক উদ্ধার
খুলনা জেলা ডিবি পুলিশের অভিযানে হত্যার সাথে জড়িত দুই আসামি আটক, উদ্ধার হলো ছিনতাই হওয়া ইজিবাইক ও আলামত
ইন্দ্রজিৎ টিকাদার
বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি
বটিয়াঘাটায় ইজিবাইক চালক হত্যা মামলার সাথে জড়িত থাকার অভিযোগে খুলনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। অভিযানে ছিনতাই হওয়া ইজিবাইকসহ বেশ কিছু আলামতও উদ্ধার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলা ডিবি পুলিশ একটি বিশেষ অভিযান পরিচালনা করে বাগেরহাট জেলার আসামিদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন খালিশপুর পিপলস কলোনীর মোঃ মতিয়ার রহমানের পুত্র মোঃ হাসান নকিব (৪২) ও পাইকগাছা উপজেলার সনাতন কাটি এলাকার আমজেদ গাজীর মেয়ে রেশমা খাতুন (৩২)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ইজিবাইক, বাইকের পাঁচটি ব্যাটারি ও একটি চাপাতি।
উল্লেখ্য, গত ৭ মার্চ রাতে খালিশপুর এলাকার ইজিবাইক চালক হাফিজুল ইসলাম (৫০) কে দুষ্কৃতিকারীরা বটিয়াঘাটার বারুইরাবাদ এলাকায় গলা কেটে হত্যা করে এবং তার ইজিবাইক ছিনতাই করে পালিয়ে যায়।
ডিবি পুলিশ জানিয়েছে, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং এ হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্যদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।