
বটিয়াঘাটায় স্বাস্থ্য কমপ্লেক্সে এশিয়া আর্সেনিক সংস্থার উদ্যোগে ওয়াশ কর্ণারের শুভ উদ্বোধন
বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সচেতনতার জন্য ওয়াশ কর্ণারের আনুষ্ঠানিক উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, বটিয়াঘাটা (খুলনা)
বটিয়াঘাটায় এশিয়া আর্সেনিক সংস্থার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘ওয়াশ কর্ণার’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (গতকাল) সকাল ১১টায় এ উদ্বোধনী অনুষ্ঠান স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত হয়।
অনুষ্ঠানে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ওয়াহিদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন জাপানের প্রখ্যাত গবেষক প্রফেসর হিরোশি ইয়োকোটা (পাসপোর্ট TR6853066), Naoto Tsuneyoshi (পাসপোর্ট TT7300749) এবং কায়ো নিশিমুরা (পাসপোর্ট TS4898492)।
এছাড়া, বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ অভিজিৎ মল্লিক ও এশিয়া আর্সেনিক সংস্থার স্থানীয় কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ওয়াশ কর্ণার স্থাপনার মাধ্যমে জনগণকে স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা হবে। এটি স্থানীয় পর্যায়ে নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থা উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়াশ কর্ণারের মাধ্যমে স্থানীয় জনগণ হাত ধোয়া, বিশুদ্ধ পানি ব্যবহারের উপকারিতা এবং পরিচ্ছন্নতার বিষয়ে সচেতনতা লাভ করবে। এশিয়া আর্সেনিক সংস্থা দীর্ঘদিন ধরে এ ধরনের স্বাস্থ্য-সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।
স্থানীয় জনগণের জন্য এ উদ্যোগটি স্বাস্থ্যকর জীবনযাত্রা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।