বটিয়াঘাটায় ইজিবাইক চালকের গলা কাটা

বটিয়াঘাটায় ইজিবাইক চালকের গলা কাটা: অপরাধের ভারে আইন-শৃঙ্খলা সংকট
The short URL of the present article is: https://bangavumi.com/ew88

বটিয়াঘাটায় ইজিবাইক চালকের গলা কাটা লাশ উদ্ধার

খুলনার বটিয়াঘাটায় ইজিবাইক চালকের গলা কাটা লাশ উদ্ধার, পাশাপাশি ছিনতাই ও চুরির ঘটনার সংখ্যা বাড়ায় এলাকার আইন-শৃঙ্খলা উদ্বেগে।

ইন্দ্রজিৎ টিকাদার

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি:

খুলনার বটিয়াঘাটায় গত শুক্রবার সকালেই পুলিশের নজরে আসে একটি চরম হত্যাকাণ্ডের চিহ্ন। সদর ইউনিয়নের বারুইআবাদ কালভার্ট সংলগ্ন খেঁজুর গাছের নীচ থেকে মোঃ হাফিজুল ইসলাম (৫০) নামের একজন ইজিবাইক চালকের গলা কাটা লাশ উদ্ধার করা হয়। জানা গেছে, নিহতের বাড়ি খুলনা মহানগরীর খালিশপুর এলাকায়, যেখানে তিনি মৃত খাদেমুল ইসলামের পুত্র হিসেবে পরিচিত।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে নিশ্চিত হয়েছে যে, নিহত একজন ইজিবাইক চালক ছিলেন। স্থানীয় তথ্য অনুসারে, বটিয়াঘাটার গাওঘরা সড়কের কালভার্ট সংলগ্ন ডান পাশে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা হত্যাকাণ্ড করে লাশ ফেলে রেখে, সেই সাথে তাঁর ইজিবাইকও ছিনতাই করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তদন্তকারী ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, ঘটনাটির প্রাথমিক রিপোর্টে একটি সাধারণ ডায়েরি নং ৩৭১ ফরমে মামলা নথিভুক্ত হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মেডিকেলে প্রেরণ করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন।

অপরদিকে, এলাকায় সম্প্রতি আরও বেশ কয়েকটি অপরাধমূলক ঘটনা ঘটে গেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায়, খুলনা-চালনা মহাসড়কের মল্লিকের মোড় এলাকায় চক্রাখালীর শিবানী টিকাদারের নামে একজন মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে মোটরসাইকেল যোগে পালিয়ে যাওয়ার ঘটনা সংঘটিত হয়। এছাড়া, খ্রীষ্টান চার্চের সামনে কালভার্ট সংলগ্ন এলাকায় অবঃ শিক্ষক ধীরেন্দ্রনাথ বিশ্বাসের স্ত্রীর থেকেও একই পদ্ধতিতে চেইন চুরির খবর পাওয়া যায়।

তাছাড়া, চক্রাখালী মল্লিকের মোড়ে গোবিন্দ মল্লিকের গোয়াল ঘর থেকে একটি গাভী চুরি ও উপজেলায় ভাদগাতী সার্বজনীন গোবিন্দ মন্দিরে গভীর রাতে সংঘটিত চোরচক্রের খবর পাওয়া গেছে। এসব ঘটনার ফলে, বটিয়াঘাটা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নাজুক অবস্থায় পৌঁছে গেছে।

এলাকার বাসিন্দারা অভিযোগ করছে যে, থানার তরফ থেকে সাধারণ মানুষের জান-মাল রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অধিকাংশ বাড়িতে পুরুষের অভাব থাকায় বসতগৃহে শুধু গৃহবধূ ও মেয়েরা থাকায় অপরাধীদের জন্য সুযোগের সুযোগ তৈরি হয়েছে। নিরাপত্তার তৎপরতা বৃদ্ধির জন্য, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চতর কতৃপক্ষের তাৎক্ষণিক হস্তক্ষেপ কামনা জানানো হয়েছে।

থানার সাথে যোগাযোগের প্রচেষ্টায়, ওসি মোস্তফা খায়রুল বাশারের সাথে যোগাযোগ করা যেতে পারেনি, যা পরিস্থিতির গুরুতরতা আরও স্পষ্ট করে।

এভাবে বটিয়াঘাটায় ইজিবাইক চালকের হত্যাকাণ্ড সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের কারণে এলাকায় নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিয়ে উদ্বেগ বাড়ছে, যেখানে তদন্ত ও গ্রেফতারের প্রক্রিয়া চলমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from DALY BANGAVUMI

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading