
পবিত্র রমজান উপলক্ষে খুলনা জেলা পুলিশের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন
ইন্দ্রজিৎ টিকাদার
বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে খুলনা জেলা পুলিশের অফিসার ও ফোর্সের অংশগ্রহণে এক মনোমুগ্ধকর ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
গতকাল ১৩ মার্চ, বৃহস্পতিবার, খুলনার শিরোমণি পুলিশ লাইন্স কেন্দ্রীয় জামে মসজিদে এই মহতী আয়োজন অনুষ্ঠিত হয়। মাহফিলে খুলনা জেলা পুলিশের পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়াও ইফতার ও দোয়া মাহফিলে খুলনা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, সদস্য এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। পবিত্র রমজানের শিক্ষাকে হৃদয়ে ধারণ করে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এই মাহফিলের মাধ্যমে পুলিশ বাহিনীর সদস্যদের মাঝে সৌহার্দ্য ও একতা আরও সুদৃঢ় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।