
অপারেশন ‘ডেভিল হান্ট’: ফেনীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৬ নেতা-কর্মী গ্রেপ্তার
ফেনীর ছয় উপজেলায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সংবাদদাতা, ফেনী:
ফেনীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচালিত বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’-এর আওতায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৬ জন নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন। সোমবার দুপুর থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত ফেনীর ছয়টি উপজেলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের পরিচয়
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন—
- দাগনভূঞা: জায়লস্কর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শাহজাহান (৬০), পৌরসভার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু নাসের (৬২)
- রাজাপুর: আওয়ামী লীগ নেতা খাজা মাঈনুদ্দিন চিশতী (৫৫)
- সেকান্তরপুর: আলাউদ্দিন (৪৭)
- সোনাগাজী: বাদুরিয়ার মো. ইউনুছ (৪৫)
- মান্দারী গ্রাম: মাবুল হক (৬৭)
- বগাদানা: বাহার উল্যাহ (৪৮)
- ছাগলনাইয়া: পশ্চিম দেবপুরের ওবায়দুল হক (৭০)
- পরশুরাম: বক্সমাহমুদের আবদুল হামিদ (৪৮)
- ফেনী সদর: কাজীরবাগের অহিদুল্লাহ (৪০), শর্শদির ইসমাঈল হোসেন (৪০), মধ্যম চাড়িপুরের গোলাম রসুল (৩৬), পৌরসভার রামপুরের নাইমুল ইসলাম।
ছাত্রলীগ কর্মীদের গ্রেপ্তার
এর আগে সোমবার দুপুরে দাগনভূঞা, ফেনী সদর ও মোটবী ইউনিয়নে অভিযান চালিয়ে তিন ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার করা হয়।
- মাহফুজুর রহমান (২৪) – মাতুভূঞা ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক
- মো. ইসমাঈল (৩০) – বালিগাঁও ইউনিয়নের বেতাগাঁও গ্রামের ছাত্রলীগ কর্মী
- সাজ্জাদ আহাম্মদ সায়েম (২৩) – মোটবী ইউনিয়নের মধ্যম লক্ষ্মীপুর গ্রামের ছাত্রলীগ কর্মী
আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন জানান, গ্রেপ্তারকৃত ১৬ জনকে ৫ আগস্ট পরবর্তী ফেনী মডেল থানায় করা বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।