
বটিয়াঘাটায় জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা
বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
ইন্দ্রজিৎ টিকাদার
বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি:
জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ শাওনের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ তরিকুল ইসলাম, প্রকৌশলী গৌতম কুমার বিশ্বাস, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বাদল চন্দ্র বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, বটিয়াঘাটা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) এজাজুর রহমান শামীম, বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, জলমা বিএনপির সভাপতি রুহুল মোমেন লিটন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোল্লা ইমরান আহমেদ, সুরখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রাশেদ কামাল।
সভায় আরও উপস্থিত ছিলেন আমীরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য কৌশিক পাল, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা যথাক্রমে আবুল কালাম আজাদ, চিরঞ্জীব রায়, এইচ এম বাবলুর রহমান, ধীমান মল্লিক, এস এম রজিবুল, মোঃ শামীমুজ্জামান, শশাঙ্ক রায় প্রমুখ।
আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা উপজেলা সদরের প্রধান প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে। এই আয়োজনের মাধ্যমে স্থানীয় সরকার দিবসের তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে জনগণকে অবহিত করা হয়।