
কুমিল্লার বুড়িচং সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
প্রতিনিধি, কুমিল্লা
কুমিল্লার বুড়িচং সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় মাহবুল খান (৫০) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার জামতলা এলাকায় তাঁকে আটক করা হয়।
মাহবুল খান ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহিজলা জেলার কলমছড়া থানার আদমপুর গ্রামের বাসিন্দা এবং আফজাল খানের ছেলে। বিজিবির দাবি, তিনি একটি চোরাচালান চক্রের সক্রিয় সদস্য, যারা ভারত থেকে বাংলাদেশে পণ্য পাচারে জড়িত।
বিজিবি জানায়, গতকাল বিকেলে তাদের সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) সদস্যরা বুড়িচং উপজেলার সীমান্তবর্তী জামতলা এলাকায় টহল চলাকালে মাহবুলকে সীমান্ত থেকে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহবুল স্বীকার করেন যে তিনি পণ্য পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশের সীমানায় প্রবেশ করেন। বিজিবি তাঁর বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বুড়িচং থানায় মামলা দায়ের করেছে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক আজ সকালে জানান, মামলায় মাহবুল খানকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাঁকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।