
একাত্তরে জামায়াতের ভূমিকা নিয়ে রিজভীর প্রশ্ন

সিলেট প্রতিনিধি
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, “একাত্তরে আপনাদের ভূমিকা কী ছিল? আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন? কোন সেক্টর কমান্ডারের অধীনে যুদ্ধ করেছেন?”
আজ বৃহস্পতিবার সিলেটের দক্ষিণ সুরমায় “আমরা বিএনপি পরিবার” আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ প্রশ্ন তোলেন। অনুষ্ঠানে যুব এশিয়া কাপ বিজয়ী দলের সদস্য ইকবাল হোসেনের পরিবারকে উপহারসামগ্রী প্রদান করা হয়।
রুহুল কবির রিজভী বলেন, “আমি একটি রাজনৈতিক দলকে দেখছি, যারা নিজেদের দেশপ্রেমী হিসেবে দাবি করে। সেনাবাহিনী নিঃসন্দেহে দেশপ্রেমী, কারণ তাদের পূর্বপুরুষরা মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গ করেছেন। মেজর জিয়াউর রহমান, যিনি একজন সেক্টর কমান্ডার ছিলেন, স্বাধীনতার ঘোষণা দেন। পরবর্তীতে আরও অনেক সেক্টর কমান্ডার জেনারেল হয়েছেন। জনগণের পক্ষে অবস্থান নেওয়া সেনাবাহিনী ইতিহাসের নানা সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”
তিনি আরও বলেন, “কিন্তু ইসলামপন্থী রাজনৈতিক দলটির মুক্তিযুদ্ধের কোনো ভূমিকা নেই। কেউ যদি দাবি করে যে শুধু তারাই দেশপ্রেমী, তবে তা মানুষ হাস্যকর বলে মনে করবে।”
রিজভী আরও মন্তব্য করেন, “জুলাই-আগস্ট মাসে হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হবে বলে শুনেছি। আমরা এই আত্মত্যাগকে শ্রদ্ধা জানাই। তবে ১৫ বছরের বেশি সময় ধরে যারা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন বা নিখোঁজ হয়েছেন, তাদের বিচারও হওয়া উচিত।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, “১৯৭১ সালে যারা স্বাধীনতার ঘোষণা দেওয়ার সাহস দেখিয়েছেন, তারা দেশপ্রেমের প্রকৃত উদাহরণ। বিএনপি সেই দল, যারা সবসময় মানুষের পাশে দাঁড়ায়।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।