
গ্র্যামিতে কে করলেন বাজিমাত – বিয়ন্সে নাকি কেনড্রিক লামার?
৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে সর্বাধিক মনোনয়ন পেলেও কেনড্রিক লামারের কাছে হার মানলেন বিয়ন্সে!
ডেস্ক নিউজ:
সঙ্গীত জগতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার গ্র্যামি প্রতি বছরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডস-এ সবচেয়ে বেশি ১১টি মনোনয়ন পেয়ে নজর কাড়েন বিয়ন্সে। তবে শেষ মুহূর্তে বাজিমাত করলেন কেনড্রিক লামার।
গতকাল রাতে (বাংলাদেশ সময় আজ সকালে) লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টোডটকম অ্যারেনায় বসেছিল সংগীত জগতের মর্যাদাপূর্ণ এই আয়োজন। এবারের গ্র্যামিতে সেরা বিভাগগুলোর পুরস্কার কারা পেলেন? চলুন জেনে নেওয়া যাক!
নতুন তারকাদের উত্থান
এবারের গ্র্যামিতে আলোচনায় ছিলেন তরুণ গায়িকা চ্যাপেল রোন। ২৬ বছর বয়সী এই গায়িকা সেরা নবীন শিল্পী বিভাগে গ্র্যামি জিতে চমক দেখিয়েছেন। অন্যদিকে, তরুণ প্রজন্মের প্রিয় শিল্পী সাবরিনা কার্পেন্টার তাঁর জনপ্রিয় গান ‘এক্সপ্রেসো’-র জন্য বেস্ট পপ সলো পারফরম্যান্স পুরস্কার পেয়েছেন।
গুরুত্বপূর্ণ বিভাগে জিতলেন কারা?
এই বছর সবাই মনে করেছিলেন বিয়ন্সে, টেলর সুইফট অথবা চার্লি এক্সসিএক্স বাজিমাত করবেন। কিন্তু সবাইকে চমকে দিয়ে বড় পুরস্কারগুলো জিতে নিলেন কেনড্রিক লামার।
- রেকর্ড অব দ্য ইয়ার – ‘নট লাইক আস’, কেনড্রিক লামার
- সং অব দ্য ইয়ার – ‘নট লাইক আস’, কেনড্রিক লামার
- অ্যালবাম অব দ্য ইয়ার – ‘কাউবয় কার্টার’, বিয়ন্সে
বিয়ন্সের রেকর্ড ও নতুন মাইলফলক
বিয়ন্সে আগে থেকেই সর্বোচ্চ ৩২টি গ্র্যামি জয়ের রেকর্ড ধরে রেখেছিলেন। এবার ১১টি মনোনয়ন পেলেও শেষ পর্যন্ত মাত্র তিনটি পুরস্কার পেয়েছেন তিনি। তবে তাঁর জন্য বিশেষ পাওয়া হলো, প্রথমবারের মতো ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন তিনি।
গ্র্যামিতে বিশেষ পারফরম্যান্স ও চমক
- লেডি গাগা ও ব্রুনো মার্স তাঁদের জনপ্রিয় গান ‘ডাই উইথ আ স্মাইল’ পরিবেশন করে সেরা পপ ডুয়ো/গ্রুপ পারফরম্যান্সের পুরস্কার জিতেছেন।
- দীর্ঘদিন পর গ্র্যামিতে ফিরেছে বিটলস! নতুন গান ‘নাউ অ্যান্ড দেন’ দিয়ে তারা বেস্ট রক পারফরম্যান্স পুরস্কার জিতেছে।
- মঞ্চ মাতিয়েছেন শাকিরা, বিলি আইলিশ, সাবরিনা কার্পেন্টার, দ্য উইকেন্ড এবং আরও অনেকে।
গ্র্যামির মঞ্চে দাবানলের প্রতিচ্ছবি
সম্প্রতি লস অ্যাঞ্জেলেসের দাবানল এই আয়োজনে প্রভাব ফেলেছিল। তবে শেষ পর্যন্ত নির্ধারিত সময়েই আয়োজন সম্পন্ন হয়। দাবানলে ক্ষতিগ্রস্তদের উৎসর্গ করে পরিবেশিত হয়েছে বিশেষ পারফরম্যান্স ‘আ লাভ এল.এ’।
এক নজরে এবারের গুরুত্বপূর্ণ গ্র্যামি জয়ীরা
✅ রেকর্ড অব দ্য ইয়ার: ‘নট লাইক আস’ – কেনড্রিক লামার
✅ অ্যালবাম অব দ্য ইয়ার: ‘কাউবয় কার্টার’ – বিয়ন্সে
✅ সং অব দ্য ইয়ার: ‘নট লাইক আস’ – কেনড্রিক লামার
✅ বেস্ট নিউ আর্টিস্ট: চ্যাপেল রোন
✅ বেস্ট পপ সলো পারফরম্যান্স: ‘এক্সপ্রেসো’ – সাবরিনা কার্পেন্টার
✅ বেস্ট পপ ডুয়ো/গ্রুপ পারফরম্যান্স: ‘ডাই উইথ আ স্মাইল’ – লেডি গাগা ও ব্রুনো মার্স
✅ বেস্ট পপ ভোকাল অ্যালবাম: ‘শর্ট অ্যান্ড সুইট’ – সাবরিনা কার্পেন্টার
✅ বেস্ট ড্যান্স/ইলেকট্রনিক অ্যালবাম: ‘ব্রাট’ – চার্লি এক্সসিএক্স
✅ বেস্ট রক পারফরম্যান্স: ‘নাউ অ্যান্ড দেন’ – দ্য বিটলস
গ্র্যামির মঞ্চে এবারের বড় বিজয়ী – কেনড্রিক লামার ও বিয়ন্সে! আপনার মতামত কী? মন্তব্যে জানাতে ভুলবেন না!