
বটিয়াঘাটায় ৬৮ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন
জলমা-চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব
বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি:
বটিয়াঘাটা উপজেলার সরকারি জলমা-চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয়ে ৬৮ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দুই দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের উদ্বোধন হয় বুধবার সকাল ১০টায় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) তৃপ্তি রাণী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সহকারি শিক্ষক মৃদুল মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুর রহমান এবং জলমা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত মল্লিক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সাংবাদিক এস এম এ ভূট্টো, গাজী তরিকুল ইসলামসহ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দুই দিনের এই উৎসবে শিক্ষার্থীদের অংশগ্রহণে নানা ধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানটি সকলের অংশগ্রহণ এবং উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে।