
মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
পুরান ঢাকার একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী সাবরিনার মরদেহ উদ্ধার
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
পুরান ঢাকার কাঠেরপুলের তনুগঞ্জ লেনের একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উদ্ধার হওয়া ছাত্রীর নাম সাবরিনা রহমান শাম্মী। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। আজ রোববার ভোর সাড়ে চারটার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।
ওসি সাইফুল ইসলাম বলেন, সাবরিনা কাঠেরপুলের তনুগঞ্জ লেনের একটি ছাত্রী মেসে একা থাকতেন। খবর পাওয়ার পর আজ ভোরে ঘটনাস্থলে গিয়ে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যার ঘটনা। তবে ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।
সাবরিনার গ্রামের বাড়ি যশোরে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুহাম্মদ তাজাম্মুল হক জানিয়েছেন, ময়নাতদন্ত শেষে সাবরিনার মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ফারহানা জামান বলেছেন, “সাবরিনা ছিলেন একজন মেধাবী শিক্ষার্থী। তাঁর অকাল মৃত্যু আমাদের মর্মাহত করেছে। আমরা গভীর শোক প্রকাশ করছি।”
নিউজটি আপডেট পেতে আমাদের সাথে থাকুন।