

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “৫ আগস্ট আমরা এমনভাবে উদযাপন করতে চাই, যাতে তা হয়ে ওঠে এক নতুন দিশার সূচনা। এজন্য প্রয়োজন একটি সর্বদলীয় ঐক্যমতের ভিত্তিতে গৃহীত জুলাই সনদ।”
আজ সোমবার জামালপুর শহরের ফৌজদারি মোড় এলাকায় এক পথসভায় নাহিদ ইসলাম এ বক্তব্য দেন। তিনি বলেন, “অনেকে আমাদের বিরুদ্ধে অভিযোগ করছেন আমরা নাকি নির্বাচন বিলম্বিত করতে চাই। অথচ, আমরা যদি জুলাইয়ের গণঅভ্যুত্থান সংগঠিত না করতাম, তাহলে এই দেশের মানুষ আরও বহু বছর শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের অধীনে নির্বাচন দেখতো।”
তিনি আরও বলেন, “কোটা সংস্কার আন্দোলনকে আমরা শুধুমাত্র আন্দোলন হিসেবে দেখিনি। এটিকে আমরা জনগণের ভোটাধিকার ও ন্যায্যতার জন্য এক বৃহত্তর গণঅভ্যুত্থানে রূপ দিয়েছি। আমরা চাই অবাধ নির্বাচন, চাই মতপ্রকাশের স্বাধীনতা। তবে শুধু সরকার পরিবর্তন দিয়ে দেশের প্রকৃত পরিবর্তন সম্ভব নয়। আমাদের জীবনে পরিবর্তন আনতে হলে অর্থনীতি, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার মৌলিক সংস্কার প্রয়োজন।”
তিনি দেশের তরুণ সমাজ ও নাগরিকদের প্রতি আহ্বান জানান, “জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় উজ্জীবিত হয়ে দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখুন।”
পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামন্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তানসিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী ও যুগ্ম সদস্যসচিব লুৎফর রহমান।
পথসভা শুরুর আগে এনসিপির নেতা-কর্মীরা শহরের তমালতলা মোড় থেকে একটি বিশাল পদযাত্রা শুরু করেন। এটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় ফৌজদারি মোড়ে এসে।