
চাঁদপুরের মেঘনায় ১৫ কিলোমিটার এলাকায় বিপুল পরিমাণ মরা মাছ ভেসে উঠছে
মেঘনা নদীতে ব্যাপক পরিমাণ মরা মাছ ও জলজ প্রাণী, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে এক সপ্তাহ ধরে ভেসে উঠছে বিপুল পরিমাণ মরা মাছ ও জলজ প্রাণী। এখলাশপুর থেকে ছটাকি পর্যন্ত ১৫ কিলোমিটার এলাকা জুড়ে মরা মাছের স্তূপ দেখতে পাওয়া যাচ্ছে। স্থানীয় মৎস্য কর্মকর্তাদের মতে, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের কারখানার বর্জ্য মিশে মেঘনার পানিকে দূষিত করেছে, যার ফলে পানিতে অক্সিজেনের পরিমাণ কমে গিয়ে মাছ ও অন্যান্য জলজ প্রাণী মারা যাচ্ছে।
স্থানীয়রা জানান, নদীর পাড়ে মরা মাছের দুর্গন্ধ ছড়াচ্ছে এবং পানির দূষণের মাত্রা বেড়ে যাচ্ছে। এ দুর্গন্ধ ও দূষণের কারণে নদী-তীরবর্তী মানুষ স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে। শিশু ও স্থানীয়রা মরা মাছ বাড়িতে নিয়ে যাচ্ছে, যা পরিবেশের আরো ক্ষতি করছে।
মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস জানান, কারখানার বর্জ্য মেঘনার পানিতে মিশে যাওয়ায় পানির পিএইচ ও অ্যামোনিয়ার মাত্রা বেড়ে গেছে, ফলে অক্সিজেনের সংকট সৃষ্টি হচ্ছে এবং ব্যাপক পরিমাণে মরা মাছ ও প্রাণী মারা যাচ্ছে। এই বিষয়ে তদন্ত চলছে এবং দূষিত পানির নমুনা ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
উপজেলার চরকালিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দলিল উদ্দিন বলেছেন, যদি এই পরিস্থিতি অব্যাহত থাকে, তবে দেশি মাছ ও জলজ জীববৈচিত্র্য বিপন্ন হবে। দ্রুতভাবে পানিদূষণ নিয়ন্ত্রণে আনা প্রয়োজন।
এভাবে মেঘনায় মরা মাছের ব্যাপক উপস্থিতি পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে।