আপা কিন্তু ঢুকে পড়বে, খেয়াল রাখবেন: হাসনাত

The short URL of the present article is: https://bangavumi.com/x0tc

আপা কিন্তু ঢুকে পড়বে, খেয়াল রাখবেন: হাসনাত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাতের বক্তৃতায় সরকারের কঠোর সমালোচনা

অনলাইন ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘আপা (শেখ হাসিনা) কিন্তু চুয়াডাঙ্গার পাশেই আছেন। আপনাদের প্রতিরোধ করেই কিন্তু ওনাকে ঢাকায় আসতে হবে। টুক করে আপা কিন্তু ঢুকে পড়বে, খেয়াল রাখিয়েন।’

সোমবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে নাগরিক কমিটির আয়োজিত ‘চুয়াডাঙ্গা রাইজিং’ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

ক্ষমতার সমালোচনা
হাসনাত বলেন, ‘কিছু মানুষ আওয়ামী লীগের পুনর্বাসনে দালালি করছেন। তারা আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, কিন্তু দলের শাস্তির বিষয়ে কোনো কথা বলছেন না। আমাদের দল হাসিনা-আওয়ামী লীগ কিনতে পারেনি, পার্লামেন্টের সিট দিয়ে আমাদের কেনা সম্ভব না।’

তিনি আরও বলেন, ‘তরুণ প্রজন্মের মধ্যে রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে। দয়া করে ক্ষমতালিপ্সু হবেন না। যারা ক্ষমতালিপ্সু হয়েছেন, তাদের দেশ ছেড়ে পালাতে হয়েছে।’

শিক্ষা ও অবকাঠামো নিয়ে অভিযোগ
চুয়াডাঙ্গার উন্নয়ন প্রসঙ্গে হাসনাত বলেন, ‘এখানে উল্লেখযোগ্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান হয়নি। ভবিষ্যৎ সরকারকে শিক্ষার উন্নয়নে গুরুত্ব দিতে হবে।’

আওয়ামী লীগকে নিয়ে কঠোর মন্তব্য
তিনি বলেন, ‘আওয়ামী লীগের আমলে নির্বাচনে যে ভোট দিয়েছে, সে ৩০-৪০টা করে দিয়েছে। আবার কেউ একটাও দিতে পারেনি। এই সরকার দেশে গণহত্যা চালিয়েছে। ইতিহাসে শেখ হাসিনার নাম একজন খুনি হিসেবে লেখা থাকবে।’

প্রশাসনের সংস্কার চেয়ে বার্তা
পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা হাসিনার পথ অনুসরণ করলে আপনাদেরও হারুন-বেনজীরের মতো পালাতে হবে। আমরা প্রশাসনে সংস্কার চাই। আমাদের পুলিশ প্রশাসনকে জনমুখী হতে হবে।’

নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবি
বক্তব্যে হাসনাত বলেন, ‘আগে শেখ হাসিনা ও তার দলীয় নেতাদের বিচার করতে হবে। এরপর আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি না, তা নিয়ে আলোচনা হবে। আওয়ামী লীগ দেশের টাকা লুট করে বিদেশে পাচার করেছে।’

একতার আহ্বান
তিনি আরও বলেন, ‘আমাদের রাজনৈতিক বিভাজন প্রয়োজন নেই। নতুন বাংলাদেশ নির্মাণে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। ফ্যাসিবাদ ঠেকাতে ঐক্যবদ্ধ থাকা জরুরি।’

অনুষ্ঠানের আয়োজন ও অংশগ্রহণ
চুয়াডাঙ্গা রাইজিং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আহ্বায়ক আসলাম হোসেন অর্ক এবং সঞ্চালনা করেন সদস্য সচিব সাফফাতুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নুসরাত তাবাসসুম, মোল্লা ফারুক এহসান, বাবু খান, ইমতিয়াজ আহমেদ, মুস্তাফিজুর রহমান প্রমুখ।

জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from DALY BANGAVUMI

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading