পিছিয়ে পড়েও ইয়ংমেন্সকে ৪ গোল দিল বসুন্ধরা কিংস

The short URL of the present article is: https://bangavumi.com/y97i

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল:

পিছিয়ে পড়েও ইয়ংমেন্সকে ৪ গোল দিল বসুন্ধরা কিংস

বসুন্ধরা কিংস ৪–১ ইয়ংমেন্স ক্লাব ফকিরেরপুল

ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খেল বসুন্ধরা কিংস। নিজেদের মধ্যে বল আদান–প্রদানের সময় টুটুল হোসেন বাদশার নিরীহ এক পাস গোলকিপার মেহেদী হাসান শ্রাবণের পায়ের নিচ দিয়ে চলে গিয়ে ইয়ংমেন্স ক্লাব ফকিরেরপুলকে ‘উপহার’ দিল গোল।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার তলানিতে থাকা ইয়ংমেন্সের বিপক্ষে নিজেদের মাঠে এমন পরিস্থিতি নিশ্চয়ই কল্পনাতেও আনেনি কিংস। ম্যাচের তৃতীয় মিনিটে এভাবে পিছিয়ে পড়া, বিশেষ করে এমন ‘অপ্রত্যাশিত’ এক গোল, ইয়ংমেন্সের খেলোয়াড়রাও হয়তো ভাবেনি।

লাল কার্ডের কারণে ১০ জনের দলে পরিণত হলেও ইয়ংমেন্স ম্যাচের ৬৮ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল। তবে শেষ পর্যন্ত লিগ চ্যাম্পিয়নদের আক্রমণের তাণ্ডব রুখতে পারেনি। ঘুরে দাঁড়িয়ে কিংস ম্যাচটি জিতে নেয় ৪–১ ব্যবধানে।

মেহেদী হাসান শ্রাবণ, জাতীয় দলের নিয়মিত গোলকিপার, যিনি নিজের দক্ষতার জন্য পরিচিত, আজ সেই সুনাম ম্লান করে দিলেন। বসুন্ধরা কিংসের নিয়মিত গোলকিপার আনিসুর রহমান জিকোকে বেঞ্চে রেখে শুরুর একাদশে খেলা শ্রাবণ মাঝেমধ্যে সহজ ভুলের জন্য পরিচিত হলেও আজকের গোলটি যেন সবকিছু ছাড়িয়ে গেছে।

প্রথম গোল হজমের পর কিংসের খেলোয়াড়রা হতাশায় ডুবে যান। এমন ভুল তাঁদের মনোবলে আঘাত হানে। এরই ফাঁকে ইয়ংমেন্স একের পর এক আক্রমণ করে কিংসের রক্ষণ ও শ্রাবণকে পরীক্ষা করতে থাকে।

পরপর দুটি সহজ সুযোগ মিস করেন ইয়ংমেন্সের ফরোয়ার্ডরা—রাফায়েল টুডু ও তুরায়েভ। সুযোগগুলো কাজে লাগাতে পারলে কিংসের জন্য পরিস্থিতি আরও বিব্রতকর হতে পারত।

ম্যাচের ৩৩ মিনিটে তিয়াস দাস দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় ইয়ংমেন্স। এরপর থেকে তাদের আক্রমণের তেজ কমে যায়।

১০ জন নিয়ে রক্ষণ সামলাতে ব্যস্ত ইয়ংমেন্সের বিপক্ষে কিংসের ফরোয়ার্ডরা শুরুতে সমন্বয়হীনতায় ভুগলেও ম্যাচের ৬৮ মিনিটে জোনাথন ফার্নান্দেজ সমতা ফেরান। এরপর যেন পুরো দল ঝাঁপিয়ে পড়ে।

৭১ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমের গোলে ২–১ ব্যবধানে এগিয়ে যায় কিংস। এরপর ৭৪ মিনিটে বদলি রফিকুল ইসলামের গোল এবং ৮৩ মিনিটে রাকিব হোসেনের গোল নিশ্চিত করে কিংসের বড় জয়।

৭ ম্যাচে ৪ জয়, ১ ড্র ও ২ হারে ১৩ পয়েন্ট নিয়ে কিংস বর্তমানে লিগ টেবিলের চতুর্থ স্থানে রয়েছে। তবে আজকের জয় তাদের জন্য খুবই প্রয়োজনীয় ছিল, যা হয়তো ঘুরে দাঁড়ানোর প্রেরণা জোগাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from DALY BANGAVUMI

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading