চট্টগ্রামে যৌথবাহিনীর বিরুদ্ধে হামলা: ডা. কথককে ৩ দিনের রিমান্ড

The short URL of the present article is: https://bangavumi.com/ygdu

চট্টগ্রামে যৌথবাহিনীর বিরুদ্ধে হামলা: ডা. কথককে ৩ দিনের রিমান্ড

চট্টগ্রাম ব্যুরো :

হাজারী গলির ঘটনায় যৌথবাহিনী কার্যক্রমে বাধা ও অ্যাসিড নিক্ষেপের মামলায় আদালত ৩ দিনের রিমান্ড প্রদান করেন ডা. কথক।

চট্টগ্রাম – কোতোয়ালীর হাজারী গলিতে ঘটে যাওয়া এক সংঘর্ষে, যেখানে যৌথবাহিনী কার্যক্রমে বাধা প্রদান ও অ্যাসিড নিক্ষেপ করা হয়, মামলায় অভিযুক্ত ডা. কথক দাশকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। ১৭ ফেব্রুয়ারি সোমবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে মামলার শুনানির পর এই আদেশ প্রদান করা হয়।

সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, হাজারী গলিতে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে বাধা প্রদান ও অ্যাসিড নিক্ষেপের ঘটনার প্রেক্ষিতে ডা. কথক দাশের ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। উভয়পক্ষের যুক্তি শোনার পর আদালত ৩ দিনের রিমান্ড নিশ্চিত করেন।

পূর্বে, ৫ নভেম্বর, ইসকন সমর্থক ও সনাতন ধর্মানুগীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে মো. ওসমান নামে একজন দোকানদারের ফেসবুক পোস্টের প্রতিক্রিয়ায় হাজারী গলিতে ৫০০-৬০০ জনের সমাগমে ঐ দোকানে আক্রমণ করা হয়। বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং জনগণের নিরাপত্তার লক্ষ্যে যৌথবাহিনী ঘটনাস্থলে নেমে পড়তে গিয়ে কিছু উত্তেজিত ব্যক্তি তাদের সদস্যদের ওপর ইট-পাটকেল ও অ্যাসিড ছোড়ে, যার ফলে ৫ জন সেনাবাহিনী সদস্যসহ ১২ জন আহত হন।

আরও জানা যায়, ৫ ফেব্রুয়ারি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউকে যাত্রার প্রচেষ্টার সময় ইমিগ্রেশন পুলিশের হাতে ডা. কথক দাশকে আটক করে থানায় হস্তান্তর করা হয়। পরে, বিমানবন্দর থানা থেকে ডা. কথককে কোতোয়ালী থানায় স্থানান্তরিত করা হয়। এর পর, ৬ ফেব্রুয়ারি কোতোয়ালী থানায় জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলার প্রেক্ষিতে ডা. কথক দাশকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এ মামলায় ৪৯ জনের নাম উল্লেখ করে আনুমানিক ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করে পুলিশ বাদী হিসেবে মামলা পরিচালনা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from DALY BANGAVUMI

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading