
দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে শ্বশুরবাড়িতে পাওয়া গেল যুবকের লাশ
নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে শ্বশুরবাড়ির একটি ঘরে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ পাওয়া গেছে। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে কোম্পানীগঞ্জ থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত যুবক মো. মহিন উদ্দিন (৩৫) চট্টগ্রামের খুলশী থানার পূর্ব ফিরোজ শাহ কলোনির বাসিন্দা আবদুল মমিনের ছেলে। তিনি পেশায় গাড়িচালক ছিলেন। আজ বুধবার সকালে তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহিন উদ্দিন প্রেম করে কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নের সুমি আক্তারকে (২০) বিয়ে করেছিলেন। তাঁদের সংসারে দুই বছরের একটি কন্যাসন্তান রয়েছে। পারিবারিক কলহের কারণে কয়েক মাস আগে সুমি ঢাকায় বাবার বাড়িতে চলে যান। তবে মহিন বিবাহবিচ্ছেদে রাজি ছিলেন না। ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে মহিন শ্বশুরের খালি বাড়িতে এসে ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
স্থানীয়রা জানান, গতকাল বিকেলে শ্বশুরবাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ পেয়ে বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে ভেতরে ঝুলন্ত অবস্থায় মহিনের মরদেহ উদ্ধার করে। মরদেহে ইতোমধ্যে পচন ধরেছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোহাম্মদ ফৌজুল আজিম বলেন, “ওই বাড়িতে মহিনের শ্বশুরের পরিবারের কেউ থাকেন না। স্থানীয়দের মাধ্যমে দুর্গন্ধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।”