
বটিয়াঘাটায় ৩ দিনব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৫ এর সমাপ্তি
উপজেলা কৃষি অফিসে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা
ইন্দ্রজিৎ টিকাদার
বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি:
বটিয়াঘাটা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩ দিনব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৫ গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় সমাপ্ত হয়েছে।
উপজেলা কৃষি অফিস চত্বরে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু বকর সিদ্দিক। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন—
- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ তরিকুল ইসলাম
- উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা
- বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার
- সাংবাদিক গাজী তরিকুল ইসলাম
এছাড়াও উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা অঞ্জন কুমার বিশ্বাস, দীপন হালদার, জীবনানন্দ রায়, কমলেশ বালা, আঃ হাই খান, ধ্রুব জ্যোতি সরকার, তরুণ কান্তি মজুমদার, রাজীব বিশ্বাস, প্রতাপ বালা, দীপংকর মন্ডল, শিউলি রাণী বিশ্বাস, নিবেদিতা বাছাড়, ইলোরা আক্তার প্রমুখ।
মেলায় কৃষিপণ্য প্রদর্শন
৩ দিনব্যাপী এই মেলায় বিভিন্ন স্টলে আধুনিক কৃষি প্রযুক্তি ও কৃষিপণ্য প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে ৫ জন কৃষক-কৃষাণীকে বিজয়ী ঘোষণা করে পুরস্কৃত করা হয়।
এ ধরনের মেলা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় টেকসই কৃষি প্রযুক্তির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত বক্তারা।