
গরু চুরি করে ভূরিভোজ: জামালপুরে বিএনপি নেতাকে বহিষ্কার
প্রতিনিধি: জামালপুর
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মুক্তাকে গরু চুরি করে ভূরিভোজ আয়োজনের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বহিষ্কারপত্র সোমবার সকালে এলাকায় পৌঁছালে বিষয়টি জানাজানি হয়।
ঘটনার বিস্তারিত
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার উপজেলা মহিলা দলের সমাবেশ উপলক্ষে মাহমুদুল হাসানের বাড়িতে ভূরিভোজের আয়োজন করা হয়। ভূরিভোজের জন্য শুক্রবার রাতে স্থানীয় কৃষক এফাজ মণ্ডলের গোয়ালঘর থেকে একটি গরু চুরি করা হয়। চুরি করা গরুটি জবাই করে পরদিন ভোজ আয়োজন করা হয়।
এফাজ মণ্ডল ভোরবেলা গরু না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় বাজারে মাংস ব্যবসায়ী বজলুর কাছে গরুর মাথা ও চামড়া শনাক্ত করেন। বজলু জানান, বিএনপি নেতা মাহমুদুল হাসান এবং যুবদল কর্মী সুমন মণ্ডল তাঁকে ওই গরুর মাংস কাটতে নিয়ে গিয়েছিলেন।
পুলিশ স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থলে গিয়ে সুমন ও বজলুকে আটক করে। এ সময় গরুর মাথা, চামড়া ও কিছু মাংস উদ্ধার করা হয়।
মামলা ও দলীয় সিদ্ধান্ত
গরুর মালিক এফাজ মণ্ডল মাদারগঞ্জ থানায় মাহমুদুল হাসানসহ ১২ জনের নাম উল্লেখ করে মামলা করেন। ঘটনায় জড়িত সন্দেহে সুমন মণ্ডল ও বজলুকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মাদারগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মঞ্জুর কাদের বাবুল খান বলেন, “দলের ভাবমূর্তি ক্ষুণ্নের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মাহমুদুল হাসানকে সাময়িক বহিষ্কার করা হয়। এখন কেন্দ্র থেকে চূড়ান্ত বহিষ্কার করা হয়েছে।”