বটিয়াঘাটায় বয়ারভাঙ্গা বিশ্বম্ভর মাধ্যমিক বিদ্যালয়ের ৭৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন

বটিয়াঘাটায় বয়ারভাঙ্গা বিশ্বম্ভর মাধ্যমিক বিদ্যালয়ের ৭৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন
The short URL of the present article is: https://bangavumi.com/ykf8

বটিয়াঘাটায় বয়ারভাঙ্গা বিশ্বম্ভর মাধ্যমিক বিদ্যালয়ের ৭৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন

তিন দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, অতিথিদের উপস্থিতিতে পুরস্কার বিতরণ

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধিঃ

খুলনার বটিয়াঘাটা উপজেলার বয়ারভাঙ্গা বিশ্বম্ভর মাধ্যমিক বিদ্যালয়ের ৭৯তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিন দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন কুমার গোলদার।

 

অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি শিক্ষক দেব দুলাল রায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি এবং বিশেষ অতিথি ছিলেন গঙ্গারামপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আসলাম হালদার।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খগেন্দ্রনাথ মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নির্মলেন্দু বিশ্বাস, ব্যাংক কর্মকর্তা বিকাশ কুমার রায়, এবং স্থানীয় সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। শিক্ষার্থী, অভিভাবক, ও বিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে অনুষ্ঠানটি এক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

 

প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে বলেন, “ক্রীড়া ও সংস্কৃতি শিক্ষার্থীদের ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

 

উৎসবমুখর এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উদ্দীপনার সঞ্চার করেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from DALY BANGAVUMI

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading