
জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্রে ১৬ বছরের আন্দোলনের স্বীকৃতির দাবি
১২-দলীয় জোটের সমন্বয়ক বলেন, “আমরা ঘোষণাপত্র নয়, একটি ডিক্লারেশন চাই।”
অনলাইন ডেস্কঃ
জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্রে শুধু ৩৬ দিনের নয়, বরং গত ১৬ বছরের আন্দোলন-সংগ্রামের ত্যাগের স্বীকৃতি দাবি করেছে ১২-দলীয় জোট। তারা মনে করে, গণ-অভ্যুত্থান নিয়ে ‘প্রোক্লেমেশন’ নয়, বরং একটি ‘ডিক্লারেশন’ বা ‘ঘোষণা’ হওয়া উচিত।
আজ বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টনে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন ১২-দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা।
লিখিত বক্তব্যে তিনি বলেন, “আজকের সর্বদলীয় বৈঠক সম্পর্কে ১২-দলীয় জোট কোনো বার্তা পায়নি। আমরা আশা করেছিলাম, সরকার আন্দোলনের সব অংশীজনকে সম্মান দেখিয়ে আমন্ত্রণ জানাবে। কিন্তু তা না হওয়ায় আমরা গভীরভাবে হতাশ।”
এহসানুল হুদা আরও বলেন, “১২-দলীয় জোটসহ বিগত ১৬ বছরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ঘোষণাপত্র বাস্তবায়ন করতে হবে। এটি শুধু একটি ৩৬ দিনের সংগ্রামের ফল নয়, বরং দীর্ঘ ১৬ বছরের আন্দোলনের সফলতার প্রতীক।”
তিনি বলেন, “জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে ধোঁয়াশা ও অস্পষ্টতা তৈরি হয়েছে। এটি আমাদের আন্দোলন-সংগ্রামের ফল এবং এটি সঠিকভাবে মূল্যায়ন না করলে বর্তমান অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে।”
সংবাদ সম্মেলনে ১২-দলীয় জোটপ্রধান মোস্তফা জামাল হায়দার, শাহাদাত হোসেন সেলিম, মুফতি গোলাম মহিউদ্দিন ইকরামসহ আরও নেতারা উপস্থিত ছিলেন। তারা জানান, দীর্ঘদিনের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামের সফলতাকে ঐক্যবদ্ধ রাখতেই সবার সম্মিলিত মতামতের প্রয়োজন।
আরও বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের মূল লক্ষ্য সফল হলেও এটি ঐক্য ধরে রাখার জন্য আরও সতর্ক হওয়ার আহ্বান জানাই।”