
ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, সর্বোচ্চ সতর্কতা জারি
উত্তর মালুকু প্রদেশের মাউন্ট ইবু আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, নিরাপদ আশ্রয়ে সরানো হচ্ছে হাজারো গ্রামবাসী
অনলাইন ডেস্কঃ
ইন্দোনেশিয়ার মাউন্ট ইবু আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় প্রশাসন কয়েক শ গ্রামবাসীকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে।
উত্তর মালুকু প্রদেশের দুর্গম হালমাহেরা দ্বীপে অবস্থিত এই আগ্নেয়গিরিতে বুধবার অগ্ন্যুৎপাত হয়। এতে প্রায় চার কিলোমিটার উঁচু পর্যন্ত ধোঁয়া আকাশে উঠে যায়।
অগ্ন্যুৎপাতের পরপরই ইন্দোনেশিয়ার জিওলজিক্যাল এজেন্সি সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। স্থানীয় কর্তৃপক্ষকে দ্রুত আশপাশের এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।
তাদের নির্দেশনা অনুযায়ী আজ বৃহস্পতিবার সকালে আগ্নেয়গিরির নিকটবর্তী এলাকা থেকে ৫১৭ জন গ্রামবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বাকিদের সরানোর কাজ চলমান রয়েছে।
স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সির মুখপাত্র ইরফান ইদ্রুস জানান, বুধবার সন্ধ্যা ছয়টার দিকে স্থানান্তর কার্যক্রম শুরু হয়। তবে প্রশাসনিক ও অবকাঠামোগত চ্যালেঞ্জের কারণে প্রক্রিয়া কিছুটা ধীরগতিতে এগোচ্ছে।
ইন্দোনেশিয়া আগ্নেয়গিরির দেশ হিসেবে পরিচিত, যেখানে ১২০টিরও বেশি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। দুর্যোগ মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতাসহ স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে কর্তৃপক্ষ।