চারজনের চাকরি গেল, হাজারো কর্মকর্তাকে বরখাস্তের হুমকি ট্রাম্পের

চারজনের চাকরি গেল, হাজারো কর্মকর্তাকে বরখাস্তের হুমকি ট্রাম্পের
The short URL of the present article is: https://bangavumi.com/i34w

চারজনের চাকরি গেল, হাজারো কর্মকর্তাকে বরখাস্তের হুমকি ট্রাম্পের

 

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার প্রথম দিনেই চার কর্মকর্তাকে বরখাস্ত করলেন এবং হাজারো কর্মকর্তাকে বরখাস্তের হুমকি দিলেন।

যুক্তরাষ্ট্র সরকারের চারজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

চারজনের চাকরি গেল, হাজারো কর্মকর্তাকে বরখাস্তের হুমকি ট্রাম্পের

গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প। ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই তিনি তাঁর পূর্বসূরির নিয়োগ দেওয়া চার কর্মকর্তাকে বরখাস্ত করেছেন।

অভিষেকের পর ট্রাম্প তাঁর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া প্রথম পোস্টে এ তথ্য প্রকাশ করেন। একই পোস্টে তিনি হাজারো কর্মকর্তাকে বরখাস্ত করার হুমকিও দেন।

তিনি পোস্টে উল্লেখ করেন, “আগের প্রশাসনের নিয়োগকৃত এক হাজারের বেশি ব্যক্তিকে চিহ্নিত ও অপসারণের লক্ষ্যে কার্যক্রম চলছে। আমার দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নন এমন ব্যক্তিরা আর প্রশাসনে থাকবেন না।”

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন:

  • হোসে আন্দ্রেজ: মার্কিন প্রেসিডেন্টের খেলাধুলা, স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক পরিষদের সদস্য।
  • মার্ক মিলে: জাতীয় অবকাঠামো উপদেষ্টা পরিষদের সদস্য।
  • ব্রায়ান হুক: উইলসন সেন্টার ফর স্কলারসের প্রতিনিধি।
  • কেইশা ল্যান্স বটমস: রপ্তানি বিষয়ক পরিষদের সদস্য।

ট্রাম্প পোস্টে আরও লেখেন, “এই ঘোষণা বরখাস্তের দাপ্তরিক নোটিশ হিসেবে গণ্য হবে। আরও অনেকের বরখাস্তের নোটিশ শিগগিরই প্রকাশিত হবে।”

নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প সরকারি ব্যয় সংকোচন এবং জনবল কমানোর প্রতিশ্রুতি দেন। তিনি বলেছেন, “সরকারি কাজে দক্ষতা বাড়ানোর জন্য প্রয়োজনীয় দপ্তর বন্ধ করার মতো কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে।”

বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরুর ফলে মার্কিন প্রশাসনে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে।

তিনি আরও একটি নতুন বিভাগ চালু করতে যাচ্ছেন, যা সরকারি ব্যয় সংকোচনের লক্ষ্য নিয়ে কাজ করবে। এ বিভাগের নেতৃত্বে থাকবেন প্রযুক্তি খাতের ধনকুবের ইলন মাস্ক।

ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই বেশ কয়েকটি নির্বাহী আদেশে সই করেছেন, যা তাঁর প্রশাসনিক পরিবর্তনের ইঙ্গিত বহন করে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from DALY BANGAVUMI

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading