
ফিলিস্তিনিদের গাজায় ফেরার অধিকার দেওয়া হবে না: ট্রাম্প
গাজার নিয়ন্ত্রণ নিয়ে পরিকল্পনা জানিয়ে ট্রাম্প বলেছেন, ফিলিস্তিনিদের জন্য আলাদা ছয়টি এলাকা নির্ধারণ করা হবে।
অনলাইন ডেস্ক
মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তাঁর পরিকল্পনার অধীনে ফিলিস্তিনিদের গাজা উপত্যকায় ফেরার অধিকার থাকবে না। সোমবার (তারিখ দিন) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
গত কয়েক দিন ধরে ট্রাম্প গাজা নিয়ন্ত্রণের পরিকল্পনা নিয়ে কথা বলে আসছেন। তবে তাঁর এই পরিকল্পনাকে আরব দেশগুলো প্রত্যাখ্যান করেছে। ট্রাম্প সাক্ষাৎকারে বলেন, তিনি গাজার মালিকানা নেবেন এবং ফিলিস্তিনিদের জন্য গাজার বাইরে ছয়টি আলাদা বসবাসের জায়গা নির্ধারণ করবেন।
ফিলিস্তিনিদের জন্য নতুন এলাকা নির্ধারণ
সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, ফিলিস্তিনিরা গাজায় ফেরার সুযোগ পাবেন কি না। জবাবে তিনি বলেন, “না, তাঁরা পাবেন না। কারণ, আমি তাঁদের জন্য আরও ভালো জায়গা গড়ে তুলবো। গাজা এখন বসবাসের উপযোগী নয়, তাই তাদের ফিরতে দিলে অনেক সময় লাগবে।”
ট্রাম্প প্রথমবারের মতো গত মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এই পরিকল্পনার কথা প্রকাশ করেন। তিনি বলেছিলেন, গাজার ফিলিস্তিনিদের মিসর ও জর্ডানে সরিয়ে নেওয়া হবে। কিন্তু মিসর ও জর্ডান উভয় দেশই এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
গাজার নতুন ভবিষ্যৎ নিয়ে ট্রাম্পের পরিকল্পনা
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, গাজার ২০ লাখের বেশি ফিলিস্তিনির জন্য তিনি আধুনিক ও নিরাপদ আবাসন তৈরি করবেন। তিনি আরও বলেন, এই নতুন জায়গাগুলো গাজার বাইরে হলেও নিরাপদ ও বসবাসের উপযোগী হবে।
তিনি বলেন, “ভবিষ্যতে গাজাকে একটি উন্নত রিয়েল এস্টেট প্রকল্প হিসেবে গড়ে তোলা হবে। এটি হবে একটি সুন্দর জায়গা, যেখানে বেশি খরচ ছাড়াই উন্নয়ন করা সম্ভব।”
ট্রাম্পের এই পরিকল্পনা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে এবং আন্তর্জাতিক মহল বিষয়টি নিয়ে পর্যবেক্ষণ করছে।