অপারেশন ডেভিল হান্ট: সারাদেশে ১৩০৮ জন গ্রেপ্তার

The short URL of the present article is: https://bangavumi.com/8n5p

অপারেশন ডেভিল হান্ট: সারাদেশে ১৩০৮ জন গ্রেপ্তার

দেশের স্থিতিশীলতা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান, চলবে অনির্দিষ্টকালের জন্য

নিজস্ব প্রতিনিধি:

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত ‘অপারেশন ডেভিল হান্ট’-এ রাজধানীসহ সারা দেশে এখন পর্যন্ত ১৩০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত চলা এ অভিযানে তাদের আটক করা হয়।

রোববার (৯ ফেব্রুয়ারি) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এর আগে দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি বলেন,
“দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। সামনে আরও কঠোর পদক্ষেপ আসবে।”
তিনি আরও জানান, জামিনে থাকা অপরাধীদের কার্যক্রমের ওপরও নজর রাখা হচ্ছে।

এদিন সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান,
“যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, অপারেশন ডেভিল হান্টে তাদের আটক করা হবে। যতদিন পর্যন্ত এই শয়তানদের নির্মূল করা না হবে, অভিযান চলবে।”

অভিযান শুরুর পটভূমি

গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরে পতিত ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর অবস্থান নেয়। এরপরই ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে বিশেষ অভিযান শুরু করার ঘোষণা দেওয়া হয়।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত থেকে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান শুরু হয়। গুরুত্বপূর্ণ স্থানে টহল জোরদার করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অভিযান চলমান থাকবে এবং দেশের নিরাপত্তা বিঘ্নিতকারী যেকোনো অপশক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from DALY BANGAVUMI

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading