নিজেরা কাদা-ছোড়াছুড়ি করলে দেশ ও জাতি বিপন্ন হবে: সেনাপ্রধান

সেনাপ্রধানের ভাষণ: দেশ ও জাতির শান্তি রক্ষার আহ্বান
The short URL of the present article is: https://bangavumi.com/owmy

নিজেরা কাদা-ছোড়াছুড়ি করলে দেশ ও জাতি বিপন্ন হবে: সেনাপ্রধান

দেশের শান্তি ও সার্বভৌমত্ব রক্ষায় একসঙ্গে কাজ করার আহ্বান জানালেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

নিজস্ব প্রতিবেদক ঢাকা

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সতর্ক করে বলেছেন, নিজেদের মধ্যে কাদা-ছোড়াছুড়ি, মারামারি ও কাটাকাটি করলে দেশ ও জাতির স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হবে। তিনি উল্লেখ করেন, ‘এই দেশ আমাদের সবার। আমরা সবাই সুখে-শান্তিতে থাকতে চাই। আমরা চাই না হানাহানি, কাটাকাটি, মারামারি।’

আজ মঙ্গলবার সকালে ২০০৯ সালে পিলখানায় সংঘটিত নির্মম হত্যাকাণ্ডে শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। রাজধানীর মহাখালীর রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) ক্লাবে অনুষ্ঠিত এই স্মরণসভায় তিনি দেশবাসীকে সতর্ক করেন।

সেনাপ্রধান বলেন, ‘আমাদের মধ্যে মতের পার্থক্য থাকতে পারে, চিন্তার পার্থক্য থাকতে পারে। তবে দিন শেষে আমাদের উচিত দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে এক হওয়া। তাহলেই দেশ এগিয়ে যাবে এবং সঠিক পথে পরিচালিত হবে। অন্যথায় আমরা আরও সমস্যার সম্মুখীন হব।’

আইনশৃঙ্খলার অবনতি ও অপরাধীদের সুযোগ

সেনাপ্রধান বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার অন্যতম কারণ হলো আমাদের নিজেদের মধ্যকার বিরোধ। আমরা একে অপরের বিরুদ্ধে বিষোদ্‌গারে ব্যস্ত, যা অপরাধীদের জন্য সুবর্ণ সুযোগ তৈরি করছে।’ তিনি আরও বলেন, ‘যেহেতু দেশে অরাজক পরিস্থিতি চলছে, অপরাধীরা এটিকে কাজে লাগিয়ে বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে। যদি আমরা এক থাকি, তাহলে এসব সমস্যার মোকাবিলা করা সহজ হবে।’

তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর অবদানের কথা উল্লেখ করে বলেন, ‘পুলিশ, র‍্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই—এই সংস্থাগুলো দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’ তবে যারা অপরাধে জড়িত, তাদের অবশ্যই শাস্তি পেতে হবে বলে তিনি মন্তব্য করেন।

নির্বাচন প্রসঙ্গে সেনাপ্রধানের মন্তব্য

দেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আশাবাদ ব্যক্ত করে সেনাপ্রধান বলেন, ‘আমরা একটি ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। সরকারও এ বিষয়ে কাজ করছে।’ তিনি বলেন, ‘ড. ইউনূসও মনে করেন যে, দেশকে ঐক্যবদ্ধ রাখার জন্য সুষ্ঠু নির্বাচন প্রয়োজন।’

সেনাবাহিনীর প্রতি আক্রমণ না করার অনুরোধ

সেনাবাহিনী সম্পর্কে বিদ্বেষমূলক বক্তব্য না দেওয়ার আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন, ‘আমি লক্ষ্য করেছি, কিছু মানুষ সেনাবাহিনী ও সেনাপ্রধানের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে। কেন তা হচ্ছে, আমি জানি না। সেনাবাহিনী দেশের জন্য কাজ করছে। আমাদের সহযোগিতা করুন, কিন্তু আক্রমণ করবেন না।’

শেষে তিনি বলেন, ‘আমাদের একসঙ্গে কাজ করতে হবে, দেশ ও জাতিকে এগিয়ে নিতে হবে। এই দেশ আমাদের সবার, তাই এক হয়ে চলতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from DALY BANGAVUMI

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading