
মামলার আসামি বিএনপি নেতা বললেন, ‘আমাগো এক লাখ টাকা দিলে এই কেসটা আমরা দেখমু’
পিরোজপুরে দুই ভাইকে মারধরের অভিযোগে বিএনপি নেতা মন্টু হাওলাদারের বিরুদ্ধে মামলা, ফাঁস হলো চাঞ্চল্যকর অডিও
নিজস্ব প্রতিবেদক, পিরোজপুর:
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বিএনপি নেতা মন্টু হাওলাদারের বিরুদ্ধে দুই ভাইকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা থানায় মামলা করলে তাঁর একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে তিনি পুলিশের বিরুদ্ধে হুমকি দেওয়ার পাশাপাশি এক লাখ টাকা দিলে মামলা মীমাংসার আশ্বাস দেন।
বিএনপি নেতা মন্টু হাওলাদার (৪৫) নাজিরপুর উপজেলার দেউলবাড়ী দোবড়া ইউনিয়নের ৪ নম্বর পদ্মডুবী ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। তিনি মৃত আনোয়ার হাওলাদারের ছেলে।
অনলাইন জুয়া ও মামলার সূত্রপাত
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ জানুয়ারি অনলাইন জুয়াকে কেন্দ্র করে মন্টু হাওলাদার দুই যুবক হাইউম ও কাইউমকে মারধর করেন। এ ঘটনায় হাইউম থানায় অভিযোগ দায়ের করলে মন্টু ক্ষুব্ধ হন।
অডিওতে কী বলা হয়েছে?
ফেসবুকে ফাঁস হওয়া অডিওতে মন্টুকে বলতে শোনা যায়,
“এ জগতে যারা আছে, তাদের মধ্যে আমরাই ভালো মানুষ। আমাগো কথা ছাড়া পুলিশ আইলে জায়গার ওপর বাইন্দা থুমু। আমাগো এক লাখ টাকা দিলে এই কেসটা আমরা দেখমু।”
এছাড়াও তিনি বলেন,
“পুলিশের কাছে মামলা করতে গেছে, আমার নাম শুনে মামলা নেয় নাই। ডিসি, থানা, ফাঁড়ি—সব বুকিং করে ফেলাইছি ফোনে। ইদ্রিস ডাক্তার এ ফয়সাটা করে দেবে, দুই গ্রুপই বিএনপির।”
ভুক্তভোগীদের অভিযোগ
মারধরের শিকার হাইউম জানান, মন্টু হাওলাদার এলাকায় অনলাইন জুয়া ও চাঁদাবাজির সঙ্গে জড়িত। তিনি এসব কর্মকাণ্ডের ভিডিও ধারণ করেছিলেন, যা জানতে পেরে মন্টু ও তাঁর বাহিনী তাঁদের ওপর হামলা চালায়। ভিডিও ডিলিট করতে না চাওয়ায় তাঁদের মারধর করা হয়।
পুলিশের বক্তব্য
নাজিরপুর থানার ওসি মাহমুদ আল ফরিদ ভূঁইয়া জানান,
“মন্টু হাওলাদারের বিরুদ্ধে মামলা হয়েছে। তদন্ত চলছে এবং তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ফাঁস হওয়া অডিও যাচাই করা হবে। আইন কেউ নিজের হাতে তুলে নিতে পারবে না।”
এদিকে, মন্টু হাওলাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশের পক্ষ থেকে অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।