
ইউক্রেনের আরেকটি গ্রাম দখল করল রাশিয়া
দোনেৎস্ক অঞ্চলের ভোজদভিঝেঙ্কা গ্রাম রাশিয়ার দখলে, ইউক্রেন ভূপাতিত করেছে ৪৩টি রাশিয়ান ড্রোন
অনলাইন নিউজঃ
ইউক্রেনের আরও একটি গ্রাম রাশিয়ার দখলে
রাশিয়ার সেনারা ইউক্রেনের আরেকটি গ্রাম দখল করেছেন। দোনেৎস্ক অঞ্চলের দখল করা গ্রামটির নাম ভোজদভিঝেঙ্কা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে রোববার দেশটির সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স এ খবর জানিয়েছে।
এর আগে শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, তারা দোনেৎস্ক অঞ্চলের আরও দুটি বসতি দখল করেছে। এর মধ্যে একটি বসতির নাম ইট্রোপাভলিভকা, যা পোকরোভস্ক ও কুরাখোভ শহরের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত। দীর্ঘ কয়েক মাস ধরে এই অঞ্চলে যুদ্ধ চলছিল।
শনিবার দোনেৎস্ক অঞ্চলের আরেকটি বসতি ভ্রেমিভকা দখল করেছে রাশিয়ার সেনারা। এটি ছোট ছোট কয়েকটি শহরের সমন্বয়ে গঠিত একটি গুচ্ছ বসতি।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইউক্রেনের নতুন গ্রাম ও বসতিগুলো দখলের রাশিয়ার দাবিকে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
২০২২ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকে দনবাস অঞ্চলের দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চল দখলে নেওয়ার চেষ্টা করছে রাশিয়া। এ পর্যন্ত ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড রাশিয়ার দখলে চলে গেছে।
অন্যদিকে, ইউক্রেন দাবি করেছে, রাশিয়ার উৎক্ষেপণ করা ৪৩টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। রোববার ইউক্রেনের বিমানবাহিনী এই তথ্য জানিয়েছে।
তাদের মতে, শনিবার দিবাগত রাতে রাশিয়া ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানার উদ্দেশ্যে মোট ৬১টি ড্রোন উৎক্ষেপ করে। এর মধ্যে ৪৩টি ড্রোন আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে।
ড্রোন হামলার সময় বা সেগুলো ভূপাতিত করার প্রক্রিয়ায় কোনো হতাহত হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।