বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে নতুন নেতৃত্ব

বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সদস্যদের তালিকা
The short URL of the present article is: https://bangavumi.com/s548

বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে নতুন নেতৃত্ব

প্রতাপ ঘোষ সভাপতি, ইন্দ্রজিৎ টিকাদার সম্পাদক ও গাজী তরিকুল ইসলাম কোষাধ্যক্ষ নির্বাচিত

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি:

বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন গতকাল শনিবার বিকেল ৩টায় প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নির্বাচনী সভার সভাপতিত্ব করেন আহ্বায়ক পরিতোষ কুমার রায় এবং সঞ্চালনা করেন সদস্য সচিব শাওন হাওলাদার।

নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রতাপ ঘোষ (পূর্বাঞ্চল), সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার (যায়যায়দিন ও দৈনিক খুলনা) এবং কোষাধ্যক্ষ গাজী তরিকুল ইসলাম (বাংলার খবর ও সকালের সময়)। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন পরিতোষ রায় (দক্ষিণাঞ্চল প্রতিদিন), এস এম এ ভূট্টো (অনির্বাণ) ও গৌরদাস ঢালী (ভয়েস টাইগার)। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ শাওন হাওলাদার (যুগান্তর ও প্রবর্তন)।

আইন বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন এ্যাড. মোস্তফা বিল্লাল (বাংলাদেশ সময়), সাংগঠনিক ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক পরাগ রায় (খুলনা টাইমস), দপ্তর সম্পাদক রিপন রায় (দেশ সংযোগ)। নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন দিগন্ত মল্লিক (দৈনিক তথ্য), নিখিলেশ গাইন (দেশ সংযোগ), নিতিশ বাছাড় (আজকের তথ্য) ও সুদীপ্ত বিশ্বাস শুভ (দৈনিক সংযোগ প্রতিদিন)।

এছাড়াও, উপজেলা প্রেসক্লাবে ১০ জন নতুন সাংবাদিক সদস্য হিসেবে যোগদান করেছেন, যাদের মধ্যে রয়েছেন আরিফুজ্জামান দুলু, হীরামন মণ্ডল সাগর, মহিদুল ইসলাম শাহীন, মোঃ মনিরুজ্জামান প্রমুখ। আরও ৩ জন সাংবাদিক সদস্যপদ লাভের জন্য আবেদন করেছেন। নব-নির্বাচিত কমিটির কাছে কার্যকরী পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে আহ্বায়ক কমিটি।

বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটির কাছে স্থানীয় সাংবাদিকদের প্রত্যাশা, তারা এলাকার গণমাধ্যমের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from DALY BANGAVUMI

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading